নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৫ বোতল ফেন্সিডিলসহ আমান উল্লাহ (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার লাভরাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আমান উল্লাহ ওই এলাকার মৃত কামাল মিয়ার ছেলে।
রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এনামুল হক জানান, আমান উল্লাহ লাভরাপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ফেন্সিডিল, ইয়াবা ট্যালেটসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে বলে পুলিশের কাছে সংবাদ ছিল। মঙ্গলবার রাতে স্থানীয় জনতা ১৫ বোতল ফেন্সিডিলসহ আমান উল্লাহকে আটক করে। পরে সকালে পুলিশকে খবর দিয়ে ১৫ বোতল ফেন্সিডিলসহ তাকে পুলিশে সোপার্দ করে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/০৭ মার্চ, ২০১৭/মাহবুব