লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী মো. ইসমাইলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে ওই ঘাতক স্বামীর ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের আদেশও দেয়া হয়েছে। আজ দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী এ রায় দেন।
আদালত সূত্রে জানা যায়,২০০৩ সালের ৮ নভেম্বর লক্ষ্মীপুর সদর উপজেলার মহাদেবপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে রেহানা আক্তারকে তার স্বামী মো. ইসমাইল মারধর ও শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনার পর দিন নিহত রেহানার ভাই তাহের আহমদ বাদী হয়ে ইসমাইলের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। ওই মামলায় দীর্ঘ শুনানী শেষে আদালত এ রায় দেন। লক্ষ্মীপুর জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আবুল কালাম রায়ের বিষয়টি নিশ্চিত করেন। সাজাপ্রাপ্ত ইসমাইল স্থানীয় মহাদেবপুর গ্রামের আহমদ উল্লাহর ছেলে।
বিডি প্রতিদিন/এ মজুমদার