লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের প্রধান সুব্রত সাহাসহ পাঁচ শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।
হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণাও করেছেন শিক্ষকরা। মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাসে দুই ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ শেষে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবীতে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেন তারা।
বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, গত সোমবার দুপুরে কলেজে ২য় সেমিস্টারের পরীক্ষা চলাকালীন ৫/৬জন বহিরাগত যুবক ক্যাম্পাসে প্রবেশ করে। এসময় কর্তব্যরত শিক্ষক সুব্রত সাহা তাদের বাধা দেন। পরীক্ষা শেষ করে অটোরিক্সা যোগে বাসায় যাওয়ার পথে ওই যুবকসহ ১০/১২ জনের একটি দুর্বৃত্তের দল শিক্ষদের ওপর হামলা চালিয়ে তাদের মারধর করে। আহত হন কম্পিউটার বিভাগের শিক্ষক সুব্রত সাহা, গণিত বিভাগের নওয়াব আলী, সিভিল বিভাগের নাছির উদ্দিন, আর্কিটেকচার বিভিাগের তাপস সাহা এবং পদার্থ বিভাগের আলমগীর হোসেন। এই ঘটনায় লক্ষ্মীপুর থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।
মানববন্ধনে অংশ নেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আলাউদ্দিনসহ সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
বিডি প্রতিদিন/২১ মার্চ, ২০১৭/ফারজানা