জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে দলিত বঞ্চিত জনগোষ্ঠী মানববন্ধন ও সমাবেশ করেছে। আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি ব্রম্ভনাথ ঠাকুর, সাধারণ সম্পাদক প্রকাশ দাস, নারী বিষয়ক সম্পাদক অর্পিতা দাস, সদস্য গোপা দত্ত সহ অন্যরা।
এসময় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, সিপিবি জেলা শাখার সভাপতি ইসরাইল সেন্টু ও এ্যাড. সাইফুল ইসলাম রেজা। সমাবেশে দলিত জনগোষ্ঠির ৮ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান বক্তারা।
বিডি প্রতিদিন/এ মজুমদার