নেত্রকোনার পূর্বধলায় বাড়ির অদূরে জারিয়া উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে আলামিন (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসাপাতাল মর্গে প্রেরণ করে।
আলামিন জারিয়া পূর্বপাড়া এলাকার আওলাদ হোসেনের ছেলে।
পুলিশ জানায়, জারিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে পরিত্যাক্ত জায়গায় একটি মরদেহ পরে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পূর্বধলা থানার ওসি অভিরঞ্জন দেব জানান, লাশের গায়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশের পাশে পয়জনের আলামত পাওয়া গেছে। মামলা দায়েরের পর ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/২১ মার্চ ২০১৭/হিমেল