উত্তরাধিকার সূত্রে পাওয়া প্রায় কোটি টাকার সম্পত্তি রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন মরহুম নূর মোহাম্মদ হাওলাদারের একমাত্র মেয়ে আবিদা সুলতানা সালমা নামের এক নারী। মঙ্গলবার সকালে কালকিনি উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের নিজ বাড়িতে তিনি এ সংবাদ সম্মেলনের করেন।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে আবিদা সুলতানা সালমা উলেখ করেন, “ কালকিনি উপজেলার ৪৯নং পূর্ব মাইজপাড়া মৌজায় ৭২৯, ৭৩০, ৭৩২নং খতিয়ান ও ৩৩নং ধামুসা মৌজার ১২৪নং খতিয়ানের বিভিন্ন দাগে ৮ একর ৩৪ শতাংশ জমির মালিক আমার পিতা নূর মোহাম্মদ হাওলাদার। তার মৃত্যুর পরে উত্তরাধিকার সূত্রে ঐ সম্পত্তির মালিক আমি, আমার মা জাহানারা বেগম ও আমার ছোট ভাই সাইফুল ইসলাম হাওলাদার। কয়েক বছর আগে অজ্ঞাত সন্ত্রাসীরা বোমা হামলা করে আমার ভাইকে হত্যার চেষ্টা করে। তখন আমার ভাইয়ের জীবন বিপন্ন মনে করে সে তার অংশের সব সম্পত্তি আমার নামে দানপত্র করে দেয়। ভাগ্যের নির্মম পরিহাস কিছুদিন আগে আমার ভাই সাইফুল ইসলাম হাওলাদার বৈদ্যুতিক তারে জড়িয়ে মৃত্যুবরণ করে। পরবর্তীতে আমি আমার ভাইয়ের দানের সম্পত্তি আদালত কর্তৃক ডিগ্রিপ্রাপ্ত হই। বর্তমানে আমার নামের সকল সম্পত্তি আমার দখলে। এ অবস্থায় কিছুদিন যাবৎ আমার সম্পত্তির উপর লোলুপ দৃষ্টি পড়ে একই এলাকার আবুল কাশেম হাওলাদার, মোশারফ হাওলাদার, আশরাফ আলী হাওলাদার গং এর। তারা আমার সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আমাকে উৎখাতের পায়তারা চালাচ্ছে। তারা বিভিন্ন সময় আমার বর্গাদারদের হুমকি-ধামকি দিয়ে জমিতে চাষাবাদে বাঁধা প্রদান করছে এবং তাদেরকে হত্যার হুমকি দিচ্ছে। এসব ঘটনা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে একাধিকবার সালীস বৈঠক হয়েছে। সালীসে প্রতিবারই তারা অপদস্ত হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে সম্পত্তি তাদের দখলে উল্লেখ করে অতি সম্প্রতি তারা আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেছে। যা আদৌ সত্য নয়, সকল সম্পত্তি আমার দখলে। তারা দখল করার চেষ্টা অব্যাহত রেখেছে। আবুল কাশেম হাওলাদার একজন ভূমিদস্যু। সে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হওয়ায় ক্ষমতার অপব্যাবহার করে সম্পত্তি দখল করে আমাকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডাসার থানা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল হাকিম তালুকদার, কাজীবাকাই ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ হাওলাদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। তিনি সংবাদ সম্মেলনে উত্তরাধিকার সূত্রে পাওয়া তার সম্পত্তি রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে মুক্তিযোদ্ধা কমান্ডার অব্দুল হাকিম তালুকদার বলেন, ‘যারা সামলা বেগমের ভূমি দখলের চেষ্টা করছে, এটা অত্যন্ত দুঃখজনক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করবো, যেন এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন।’
কাজীবাকাই ইউপি চেয়্যারম্যান নূর মোহাম্মদ হাওলাদার বলেন, ‘আমি বার বার স্থানীয়দের নিয়ে সালীস বৈঠক করেও কোন প্রতিকার পাইনি। ভূমিদস্যুদের দৌরাত্ম বেড়েই চলেছে। কাসেম হাওলাদার গংরা কোনভাবেই সালমা বেগমের সম্পত্তির মালিকানা পাবে না।’
বিডি প্রতিদিন/২১ মার্চ ২০১৭/হিমেল