কুমিল্লা সিটি নির্বাচনকে সামনে রেখে সংবাদ সম্মেলন করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। আজ মঙ্গলবার নগরীর টাউন হলের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলিপ কুমার সরকার। তিনি বলেন, কুমিল্লা সিটি নির্বাচনে ৪ জন মেয়র, সংরক্ষিত ওয়ার্ডে ৪০ জন এবং সাধারণ ওয়ার্ডে ১১৪ জন কাউন্সিলর প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে ৬৭ ভাগ ব্যবসায়ী। তবে সংরক্ষিত মহিলা ওয়ার্ডের প্রার্থীদের ৫৯ ভাগ গৃহিনী। কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ৬ জনের নামে হত্যা মামলা রয়েছে। তারা হচ্ছেন- ১নং ওয়ার্ডের কাজী গোলাম কিবরিয়া, ৩ নং ওয়ার্ডের আশরাফুজ্জামান পিয়াল, ৮নং ওয়ার্ডের মো. একরাম হোসেন, ১৩ ওয়ার্ডের শাখাওয়াত উল্লাহ, ১৭ নং ওয়ার্ডের দেলোয়ার হোসেন ও ২৫ নং ওয়ার্ডের জিল্লুর রহমান চৌধুরী।
মেয়র প্রার্থীদের মধ্যে বছরে বেশি আয় করেন মনিরুল হক সাক্কু, ১৪ লক্ষ ১৮ হাজার। সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরদের মধ্যে ৫নং ওয়ার্ডের একেএম সামাদ সাগর বছরে ৬৯ লক্ষ টাকা আয় করেন। কাউন্সিলর প্রার্থীদের মধ্যে বেশি সম্পদ (স্থাবর বাদে) ১১ নং ওয়ার্ডের হাবিবুর আল আমিন সাদী, এক কোটি ৬৬ লক্ষ টাকা। মেয়রদের মধ্যে বেশি ঋণ মেজর অব. মামুনুর রশিদের। তার ঋণ হচ্ছে এক কোটি ২০ লাখ। সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরদের মধ্যে বেশি ঋণ ১৩ নং ওয়ার্ডের শাখাওয়াত উল্লাহর, ঋণের পরিমাণ ২২ কোটি ২৬ লক্ষ টাকা।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, সুজনের জেলা সভাপতি অধ্যক্ষ মমিনুল হক চৌধুরী, সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান, সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম এবং কুমিল্লা মহানগর সভাপতি অধ্যক্ষ সফিকুর রহমান।
বিডি প্রতিদিন/এ মজুমদার