মুন্সিগঞ্জ জেলায় যে সকল মাদকসেবী এবং বিক্রেতা রয়েছে তাদেরকে চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নিয়েছেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম। মঙ্গলবার সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আগামী ২৯ মার্চ মাদক বিরোধী কমিউনিটি পুলিশের মহা সমাবেশ সফল করার উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, জেলার সকল উপজেলা থেকে মাদকসেবী ও মাদক বিক্রেতাদের তালিকা তৈরী করা হচ্ছে। যারা মাদক সেবনের সাথে জড়িত তাদেরকে চিকিৎসা কেন্দ্রে পাঠানো হবে।
আর যারা মাদক বিক্রির সাথে জড়িত তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এ নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কথাবার্তা চলছে। মাদক নিরাময় কেন্দ্রে মাদকসক্তদের চিকিৎসা দিয়ে সুস্থ্য ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে জানিয়ে পুলিশ সুপার জেলার সকল সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্থরের লোকদের মাদকসেবী ও বিক্রেতাদের ব্যাপারে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ জানান।
মুন্সিগঞ্জ জেলাকে মাদকমুক্ত জেলা হিসাবে গড়ে তুলতে পুলিশ সুপার সর্বস্থরের সাধারণ মানুষকে মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহব্বান জানান। মতবিনিময় সভায় জেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মী ছাড়াও পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/২১ মার্চ ২০১৭/হিমেল