পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে শামিউল (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার লালুয়া ইউনিয়নের পশরবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ওই শিশুটি মো.মুনসুর হাওলাদারের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ীর সবার অগোচরে পুকুরে গোসল করতে গিয়ে সে পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর পুকুরে তাকে ভাসতে দেখে। এরপর পুকুর থেকে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/২১ মার্চ ২০১৭/হিমেল