মারধরের মামলায় গ্রেফতারি পরায়ানোর আসামি সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আশেক এলাহী মুন্নাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের শহীদ মুক্তিযোদ্ধা সড়ক হতে তাকে গ্রেফতার করা হয় বলে জানান শ্যামনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান।
গ্রেফতার আশেক এলাহী মুন্না উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার পারভীন ঝর্নার স্বামী ও একই উপজেলার ইসমাঈলপুর গ্রামের মৃত ইস্রাফিল মাস্টারের ছেলে।
ওসি মোস্তাফিজুর রহমান জানান, মুন্নার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। সম্প্রতি তিনি দুর্বল ও নষ্ট ইট দিয়ে একটি রাস্তার কাজ করার সময় স্থানীয় বাসিন্দা মোস্তফা তাতে বাধা প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে মুন্না মোস্তফাকে মারপিট করে গুরুতর জখম করে। এ ঘটনায় তিনি শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলারও তিনি গ্রেফতারি পরোয়ানার আসামি। গ্রেফতারের পর মুন্নাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও ওসি জানান।
বিডি-প্রতিদিন/২১ মার্চ, ২০১৭/মাহবুব