কিশোরগঞ্জের হোসেনপুরে গাছের সাথে ধাক্কা লেগে আতাবুল্লাহ (১৬) নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন। তিনি হোসেনপুর উপজেলার পশ্চিম দ্বীপেশ্বর গ্রামের গোলাপ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার বিকালে মাটিভর্তি ট্রাক্টর নিয়ে হোসেনপুর পৌর এলাকার লন্ড্রির গলিতে আনলোড করতে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে চালক আতাবুল্লাহ গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে প্রথমে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কিশোরগঞ্জে রেফার্ড করা হয়। পরে তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/২১ মার্চ ২০১৭/হিমেল