গাজীপুরের টঙ্গী চেরাগ আলী এলাকায় অবৈধভাবে অটো রিক্সা তৈরির অপরাধে তিন ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করে দিয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।
এরা হলেন, বিসমিল্লাহ ডিজিটাল অটো, আল মদিনা ও সাকিল অটো।
উল্লেখিত এই তিন প্রতিষ্ঠান রিক্সা ও সাইকেলের যন্ত্রাংশ বিক্রির জন্য লাইসেন্স নেন। অথচ দীর্ঘ দিন অবৈধ ভাবে ব্যাটারী চালিত অটো রিক্সা তৈরী করার অপরাধে লাইসেন্স বাতিল করা হয়েছে। আজ সিটি কর্পোরেশন টঙ্গী জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম জহুরুল ইসলাম লাইসেন্স বাতিলের বিষয়টি নিশ্চিত করেন ।
বিডি প্রতিদিন/২১ মার্চ ২০১৭/হিমেল