কক্সবাজারের টেকনাফে গোপন বৈঠক চলাকালে ১২ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল ৪ টার দিকে হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার এলকা থেকে তাদেরকে আটক করে।
এসময় তাদের কাছ থেকে লিফলেট, ব্যাংকের চেকবই ও স্মাট মোবাইল উদ্ধার করা হয়। আটককৃরা হচ্ছেন, কক্সবাজার জেলার বিভিন্ন এলাকার ইমতিয়াজ উদ্দিন (১৭), মোঃ নাছির উদ্দিন (২৪), মোঃ সাদ্দাম হোসেন (২২), রবিউল আলম (২৪) মোঃ সরোয়ার (২০), নুরুল আজিজ (২০), আব্দুর রহমান (১৮), মনিরুল মোস্তফা (২০), নুরুল আলম (১৯), মোঃ ইউনুছ (১৯), ওয়াহিদুল ইসলাম (১৯) ও আব্দুর রহিম (১৮)।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন খান জানান, শিবিরকর্মীরা কোন নাশকতার উদ্দেশ্যে হ্নীলার মৌলভীবাজার এলাকায় গোপন বৈঠক করছে এ সংবাদ পেয়ে থানার উপ-পরিদর্শক এসআই আব্দুর রহিম ও এসআই সাইফুল ইসলামসহ একদল পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে এদেরকে আটক করে থানা নিয়ে আসে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ ও মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/২১ মার্চ ২০১৭/হিমেল