উখিয়া উপজেলার ক্রাইম জোন নামে খ্যাত কুতুপালং ক্যাম্প বাজারে অভিযান চালিয়ে ৬ ফার্মেসী মালিককে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাঈন উদ্দিন।
মঙ্গলবার দুপুরে রোহিঙ্গা অধ্যুষিত কুতুপালং ক্যাম্প বাজার গড়ে উঠা অবৈধ ফার্মেসীতে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তার দিয়ে চিকিৎসা, মেয়াদ উত্তীর্ণ ঔষুধ সহ বিভিন্ন অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও।
কুতুপালং রাজিয়া মেডিকেল হল, আকবর মেডিকেল, ফ্যামিলি মেডিকেল হল, কেয়ার মেডিকেল হলসহ ৬টি ফার্মেসী মালিকের কাছ থেকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় বেশকিছু ভুয়া রোহিঙ্গা ডাক্তার ফার্মেসি বন্ধ করে পালিয়ে গেলেও ১ ফার্মেসি সীলগালা করা হয়।
এ ব্যাপারে ইউএনও মাঈন উদ্দিন বলেন, ঔষুধ হচ্ছে মানুষের জীবন রক্ষাকারী বস্তু, অতএব ভুয়া ডাক্তার ও মেয়াদ উত্তীর্ণ ঔষুধের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে। ইউএনও ছাড়া অভিযানে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা সেনিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শন নুরুল আলম, সহকারি মোঃ ইউনূছ ও আব্দু সালাম সহ প্রশাসনের সদস্যরা।
বিডি প্রতিদিন/২১ মার্চ ২০১৭/হিমেল