হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকা থেকে সাহিনুর মিয়া (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা শাখা পুলিশ। এ সময় তার কাছ থেকে ২৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। সাহিনুর পানিউমদা গ্রামের আব্দুল গণির ছেলে।
নবীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "গোপন সংবাদের ভিত্তিতে পানিউমদা এলাকায় অভিযান চালিয়ে ২৬০ পিস ইয়াবাসহ সাহিনুর মিয়াকে আটক করা হয়। সাহিনুর মিয়ার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।"
বিডি-প্রতিদিন/ ২২ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২০