পুলিশের বিশেষ অভিযানে ৩ বোতল ফেনসিডিল, ১০ পিস ইয়াবা ও ১৭৫ গ্রাম গাঁজাসহ ৩১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত ৭ উপজেলার ৮ থানায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, এর মধ্যে সদর থানা পুলিশ ১২ জন, কলারোয়া ১ জন, তালা ৩ জন, কালিগঞ্জ ২ জন, শ্যামনগর ৫ জন, আশাশুনি ২ জন, দেবহাটা ৪ জন ও পাটকেলঘাটা পুলিশ ২ জন আসামিকে গ্রেফতার করে।
তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা ও আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আটকদের সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এছাড়া সদর থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে ৩ বোতল ফেনসিডিল, দেবহাটা থানা পুলিশ ১০ পিস ইয়াবা, ৭৫ গ্রাম গাঁজা ও কালিগঞ্জ পুলিশ ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে।
বিডি প্রতিদিন/২২ মার্চ ২০১৭/এনায়েত করিম