‘নারী-পুরুষ সবাই মিলে, এগিয়ে যাব সমৃদ্ধির পথে’- এ স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। দু’দিনব্যাপী জেন্ডার উৎসবের অংশ হিসাবে বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে পুনরায় উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পাট গবেষনা ইন্সটিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মনিকা রানী দেবনাথ, উলাসী সৃজন সংঘের জুয়েল প্রজেক্টের ফরিদপুরের সম্বনয়কারী মোঃ তারেক, প্রমোদনার নির্বাহী পরিচালক আহমেদ সাঈদ বুলবুল প্রমুখ।
ট্রেডক্রাফট ও উলাসী সৃজনী সংঘের আয়োজনে দু'দিন ব্যাপী জেন্ডার উৎসবে বৃহস্পতিবার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে জীবিকা উন্নয়ন মেলা, নাগরদোলা, গ্রামীণ খেলা, চিত্রাংকন প্রতিযোগীতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/২২ মার্চ ২০১৭/হিমেল