নাটোর সদর উপজেলায় ট্রাকচাপায় আয়নাল হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত আরও তিনজন আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়নাল সিংড়া উপজেলার নিলচরা পুঠিমারি গ্রামের নজির শেখের ছেলে। আহতরা হলেন- একই এলাকার মজিবর রহমানের ছেলে মুক্তি (৩৮), সুকচান আলীর ছেলে আব্দুল জলিল (৩৯) ও খয়বর রহমানের ছেলে দেলবর হোসেন (২৮)।
নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) সেলিম হোসেন জানান, সকালে ব্যাটারিচালিত ইজিবাইকে করে দিয়ারসাতুরিয়া গ্রামে যাচ্ছিলেন আয়নালসহ চারজন। নাটোর-বনপাড়া মহাসড়কে একটি মসজিদের সামনে গিয়ে ইজিবাইক থেকে নামতে গেলে বনপাড়া থেকে নাটোরগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আয়নাল নিহত হন। এসময় আহত অপর তিনজন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/২২ মার্চ ২০১৭/এনায়েত করিম