কক্সবাজারের মহেশখালী পৌরসভার পুটিবিলার দাসিমাঝি পাড়ায় ইয়াবা আস্তানায় অভিযান চালাতে যেয়ে ইয়াবা ব্যবসায়ীদের গুলিতে দুই কনস্টেবল আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৫শ পিস ইয়াবা, ২টি দেশীয় বন্দুকসহ শীর্ষ ইয়াবা বিক্রেতা বাবুল মিয়াকে (৪৫) গ্রেফতার করে পুলিশ।
রবিবার রাত সাড়ে ৯টায় গেলে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মহেশখালী থানার পুলিশ কনস্টেবল রুবেল শর্মা ও নাজমুল। তাদের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস জানান, অভিযান শেষে চলে আসার সময় বাবুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে পুলিশের দুই সদস্য আহত হয়। পরে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। আটক বাবুল একই গ্রামের হামিদুর রহমানের ছেলে। বাবুলের বাবা ও বোন সুখিয়ারা প্রকাশ শুক্কুনী মাত্র কিছু দিন আগে ৩টি অস্ত্র ও ২শ ইয়াবাসহ গ্রেফতার হয়ে বর্তমানে জেলে রয়েছে।
বিডি-প্রতিদিন/ ৩ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৫