বন্ধুদের সঙ্গে বিরোধের জের ধরে যশোরে সাকিব হোসেন (২৪) নামে এক কলেজছাত্র গুলিবিদ্ধ হয়েছেন। সাকিব সদর উপজেলার চাঁদপাড়া গ্রামের ঈমান আলীর ছেলে এবং যশোর কলেজে ইতিহাস তৃতীয় বর্ষের ছাত্র।
রবিবার রাত সোয়া ১০টার দিকে শহরের শঙ্করপুর মহিলা মাদরাসা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সাকিবকে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলেও তার অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, "রাত সোয়া ১০টার দিকে সাকিবসহ তার তিন বন্ধু শংকরপুর বাস টার্মিনাল থেকে মোটরসাইকেলে করে শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে শংকরপুর মহিলা মাদরাসা এলাকায় পৌঁছালে চলন্ত মোটরসাইকেল লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুঁড়লে সাকিব গুলিবিদ্ধ হয়। প্রাথমিকভাবে জানা গেছে বন্ধুদের মধ্যে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। তবে দ্রুত এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।"
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. ওয়াহেদুজ্জামান আজাদ বলেন, "সাকিবের বাম কানের ওপরে গুলি বিদ্ধ হয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।"
বিডি-প্রতিদিন/ ৩ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২০