নাশকতার মামলায় নওগাঁর রাণীনগরে জিল্লুর রহমান (৪১) নামে এক জেএমবি সদস্যকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার বড়গাছা ইউনিয়নের ভাটকৈ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান রাণীনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান।
গ্রেফতারকৃত জিল্লুর রহমান ওই গ্রামের কফির উদ্দীনের ছেলে।
ওসি মোস্তাফিজুর রহমান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়গাছা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন পলাতক থাকা জিল্লুর রহমান জেএমবির তালিকাভুক্ত সদস্য। বিকালে তাকে নওগাঁ জেল হাজতে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/০৩ এপ্রিল, ২০১৭/মাহবুব