বরগুনার বেতাগী উপজেলার গলাচিপা বাজার থেকে গাঁজাসহ আকলিমা ওরফে সুমি আক্তার (৩০) নামে এক নারীকে আটক করেছে বরগুনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। আজ সকাল ১০টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত আকলিমা বেতাগীর চান্দখালী কলেজগেট এলাকার বাসিন্দা মৃত জিন্নাত আলীর মেয়ে।
জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ (ডিবি ওসি) শেখ আবদুল্লাহ জানান, ওই নারী গাঁজার একটি চালান নিয়ে ঢাকা থেকে বরগুনা আসছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার