মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী এলাকার মধ্যচর গ্রামে ধর্ষণ মামলার আসামী মো. সাহাজুল বেপারীকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
গত রবিবার সন্ধ্যায় খাসের হাট পুলিশ ফাঁড়ির চার্জে থাকা পুলিশ পরিদর্শক মো. শামিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঢাকার চকবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ, গ্রামবাসী জানায়, গত ১৭ ফেব্রুয়ারি রাতে সাহাজুল এক নারীকে ধর্ষণ করেন। এরপর থেকে সাহাজুল পলাতক ছিলেন। অভিযুক্ত সাহাজুল মধ্যচর গ্রামের হোসেন আলী বেপারীর ছেলে।
বিডি প্রতিদিন/৩ এপ্রিল, ২০১৭/ফারজানা