নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ধনু নদীতে সোমবার সকালে মালবাহী কার্গো ডুবে গিয়ে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন।
খালিয়াজুরী থানার ওসি মো. শওকত আলী জানান, সকালে উপজেলার রসূলপুর ঘাটের অদূরে থাকা একটি খালি কার্গোর সঙ্গে মালবাহী কার্গোর ধাক্কা লাগে। বাতাসের তীব্রতা ও ঢেউয়ের কারণে মালবাহী কার্গোটি ডুবে যায়। এতে থাকা পাঁচজন শ্রমিকের মধ্যে তিনজনকে উদ্ধার করা হয়েছে। বাকি দু'জনকে পাওয়া যাচ্ছে না।
সকাল সাড়ে ৭টায় এ ঘটনাটি ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজদের পাওয়া যায়নি। ওসি মো. শওকত আলী জানান, উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/৩ এপ্রিল, ২০১৭/ফারজানা