মাদারীপুরের কালকিনি উপজেলায় ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার আলীনগর এলাকার কালিগঞ্জ বাজারের পাশে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে লাশটি ডোবার মধ্যে ভাসতে দেখা যায়। তবে তাকে এখানকার কেউ চিনতে পারেনি। ধারণা করা হচ্ছে অন্য কোথাও খুন করে তাকে এই ডোবার মধ্যে ফেলে গেছে দুর্বৃত্তরা।
কালকিনি থানার এসআই আবদুল ওয়াদুদ মিয়া জানান, স্থানীয়দের খবরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ