পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা ও পেনশনসহ সকল সুবিধা সরকারের রাজস্ব কোষাগার থেকে প্রদানের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন বরিশাল বিভাগীয় শাখার উদ্যোগে সোমবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে নগরীর কাশীপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের বিভাগীয় শাখার যুগ্ম আহ্বায়ক ভোলা পৌরসভার স্টেট অফিসার আজিজুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য সচিব ঝালকাঠী পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক পটুয়াখালী পৌরসভার ভারপ্রাপ্ত হিসাব রক্ষন কর্মকর্তা এসএম শাহিন, যুগ্ম আহ্বায়ক ঝালকাঠী পৌরসভার সচিব শাহীন সুলতানা প্রমুখ।
পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের উদ্যোগে এই মানববন্ধনে বিভাগের ২৬টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন দাবি সংবলতি প্লাকার্ড ও ব্যানারসহ অংশগ্রহণ করেন। সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণ করেন বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. আনিচুর রহমান ও পরিচ্ছন্ন কর্মকর্তা দিপক লাল মৃধা। বক্তারা তাদের দাবি মেনে নেয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। মানববন্ধন শেষে নেতৃবৃন্দ তাদের দাবি সংবলিত দুটি স্মারকলিপি বিভাগীয় কমিশনার মো. গাউসের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং স্থানীয় সরকার মন্ত্রী বরাবর প্রেরণ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার