নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ চলছে। আজ শুক্রবার সকালে শুরুতেই শহরের কালেকটরেট চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক।
এ সময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমান, পুলিশ সুপার মোজাম্মেল হকসহ সকল স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। এ ছাড়া দিনব্যাপী শহরের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/১৪ এপ্রিল ২০১৭/এনায়েত করিম