লক্ষ্মীপুরে বর্ণিল আয়োজনে বাঙালির প্রাণের উৎসব বৈশাখের প্রথম দিনটি উদযাপিত হচ্ছে। জেলা শহর থেকে শুরু করে গ্রাম পর্যায়ের সর্বস্তরের মানুষ মেতেছে অন্যরকম অনভূতি ও উৎসবের আমেজে।
আজ শুক্রবার সকালে স্থানীয় প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, পালকিতে বর-কনে, রাজা-সেপাই সাজ, প্রাতকী শিল্পকর্ম, বাঙালি সংস্কৃতির পরিচয়বাহী নানা প্রতিকী উপকরণ, রংবেরংয়ের মুখোশ ও নানা প্রাণীর প্রতিকৃতি দৃষ্টি কাড়ে সবার।
পরে আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ৩ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ।
এছাড়া লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গণে বর্ষবরণ অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। জেলা সদরের টুমচর গ্রামের দীর্ঘ ৫০ বছরের ঐতিহ্যবাহী বৈশাখী মেলাসহ বিভিন্ন স্থানে মেলার আয়োজন করা হয়। জেলার সর্বস্তরের মানুষ অংশ নেন এসব অনুষ্ঠানে।
বিডি প্রতিদিন/১৪ এপ্রিল ২০১৭/এনায়েত করিম