সারা দেশের মতো গোপালগঞ্জেও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নেয়া হয়েছে। নববর্ষ উপলক্ষে আজ শুক্রবার সকালে মঙ্গল শোভাযাত্রায় জেলা শিল্পকলা একাডেমি, উদীচী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বন্ধুসভা, ত্রিবেনী সাংস্কৃতিক সংস্থা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়।
বাঙালির প্রাণের এই উৎসবে তারা বিভিন্ন ধরনের প্লাকার্ড, ব্যানার নিয়ে বাঙালির বিভিন্ন ঐতিহ্য তুলে ধরে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন।
সূর্য ওঠার সাথে সাথে জেলা শিল্পকলার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষের অনুষ্ঠানমালা শুরু হয়। সারাদিন বিভিন্ন সংগঠনের উদ্যোগে নিজ নিজ নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষের কর্মসূচি উদযাপিত হবে।
বিকেলে স্থানীয় শেখ রাসেল শিশু পার্ক এলাকায় আয়োজন করা হয়েছে বৈশাখী মেলা।
বিডি প্রতিদিন/১৪ এপ্রিল ২০১৭/এনায়েত করিম