অশুভ শক্তিকে পরাজিত করার দৃঢ় প্রত্যয়ে কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ-১৪২৪ উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে আজ শুক্রবার সকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম থেকে পৃথক দুটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য দিলারা বেগম আসমা ও জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাসের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
কিশোরগঞ্জ সংগঠনের উদ্যোগেও বিভিন্ন জীব জন্তুর প্রতিকৃতি, মুখোশ ও রঙ বেরঙের পোশাক পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
নববর্ষের অনুষ্ঠানের মধ্যে রয়েছে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা, ঘুড়ি উড়ানো, লাঠি খেলা, মোরগ লড়াই, কাবাডি খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।
বিডি প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৭/ফারজানা