সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ পালিত হয়েছে। সার্বজনীন লোক উৎসব বৈশাখের প্রথম সকালে দিনটিকে নানা আয়োজনে বরণ করে নিয়েছে সাতক্ষীরাবাসী।
আজ শুক্রবার সকাল ৭ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়। জেলা প্রশাসনের আয়োজনে বের হওয়া এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক আবুল কাসেম, মো. মহিউদ্দীন ও সাতক্ষীরা-২ সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
মঙ্গল শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বৈশাখী মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রায় বাঙালি জাতির বিভিন্ন কৃষ্টি-কালচার, ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন সাজ-পোষাকে বয়ো-বৃদ্ব,শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, সামাজিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন।
পরে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন এমপি মীর মোস্তক আহমেদ রবি। এসময় পুলিশ সুপার আলতাফ হোসেনসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিকে সাতক্ষীরা প্রেসক্লাব প্রাণের উৎসব পহেলা বৈশাখ পালন করে। এ উপলক্ষে তারা প্রেসক্লাব হল রুমে আপ্যায়নের ব্যবস্থা করে। সেখানে অংশ নেন এমপি মোস্তফা লুৎফুল্লাহ, মীর মোস্তাক আহমেদ বরি, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বিডি প্রতিদিন/১৪ এপ্রিল ২০১৭/এনায়েত করিম