বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ উদযাপিত হচ্ছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে সকালে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গল শোভাযাত্রা বের করে।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গ্রিনভিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শেষ হয়। জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান ও পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামের এতে নেতৃত্ব দেন।
পরে আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া পাঠাগার নিজস্ব চত্বরে পান্তা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৭/ফারজানা