মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছে নেত্রকোনাবাসী। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় শহরের মোক্তার পাড়া কারেক্টরেট প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসনের উদ্যোগে প্রথম শোভাযাত্রাটি বের হয়।
এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান ও পুলিশ সুপার জয়দেব চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন এডিসি (রাজস্ব) শাহ আলম মুকুল, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র নজরুল ইসলাম খানসহ অন্যরা।
পরে এক এক করে মিতালী সংঘসহ শহরের বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান বর্ণিল সাজে ঢাক বাজিয়ে শোভা যাত্রা বের করে। ছোটবাজার, তেরীবাজার, বড় বাজার হয়ে সকল মঙ্গল শোভাযাত্রাগুলো শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নানা রঙের ফেস্টুনসহ লোক সংস্কৃতির প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রায় শিশু কিশোর যুবারা নিজ নিজ ব্যানারে অংশগ্রহণ করে।
নেত্রকোনা সরকারি মহিলা কলেজ, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আঞ্জুমান আদর্শ উচ্চ বিদ্যালয় ও উন্মেষ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ ব্যানারে শোভাযাত্রা করে।
এর আগে কালেক্টরেট প্রাঙ্গণে রাখী বন্ধনসহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/১৪ এপ্রিল ২০১৭/এনায়েত করিম