টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনোয়ারা বেগম, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহেরসহ শোভাযাত্রায় নেতৃত্ব দেন।
শোভাযাত্রায় গ্রাম বাংলার আবহে সজ্জিত হয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের নারী পুরুষ অংশ নেয়।
এদিকে, টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে সকালে বঙ্গবন্ধু অডিটরিয়ামে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ ছানোয়ার হোসেন এমপি। আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী জোয়াহেরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল প্রেসক্লাবের সহ-সভাপতি শামসাদুল আখতার শামীম ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ।
পরে প্রেসক্লাব কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের পরিবারের সদস্যদের সৌজন্যে পান্তা ইলিশের আয়োজন করা হয়। অপরদিকে, বর্ষবরণ উপলক্ষে টাঙ্গাইলের বিভিন্ন স্থানে ঘোড়দৌড় ও সাত দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৭/ফারজানা