বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জামালপুরে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টায় শহরের বৈশাখী মেলা মাঠে অনুষ্ঠিত হয় বর্ষবরণ অনুষ্ঠান।
সকাল সাড়ে ৯টায় বৈশাখী মেলা মাঠ থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রায় নেতৃত্ব দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা এমপি, জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি।
শোভাযাত্রায় উদীচী, মনিমেলা খেলাঘর ছাড়াও বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। পরে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়াও সরকারি আশেক মাহমুদ কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করেছে পহেলা বৈশাখ।
বিডি প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৭/ফারজানা