বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলা নববর্ষকে বরণ করতে গ্রাম-বাংলার নানা পুরনো ও বিলুপ্ত প্রায় ঐতিহ্যগত উপকরণ নিয়ে অনুষ্ঠিত হয়েছে মঙ্গল শোভাযাত্রা। শোভা যাত্রায় স্থান পেয়েছে ঘোড়া, বানর, পেঁচা, পালকি, ঢেঁকি, লাঙ্গল, একতারা, জোকার, বর-কনে, শিব-গৌরি, চাষী, ঢোল ও চাকি।
শুক্রবার বেলা ১১টায় শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয় এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম খান, সভাপতি খ.ম লুৎফর রহমান ও ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান আলী খান এ শোভাযাত্রার নেতৃত্ব দেন। বর্ষবরণে বিদ্যালয়টি দুই দিনব্যাপী ব্যপক কর্মসূচি গ্রহণ করেছে।
এছাড়াও বেলা ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। উপজেলা চেয়ারম্যান আইনজীবী শাহ-ই-আলম বাচ্চু, নির্বাহী কর্মকর্তা মু. ওবায়দুর রহমান, জেলা পরিষদের সদস্য অধ্যাপক আফরোজা আক্তার, মহিলা ভাইচ চেয়ারম্যান আজমীন নাহার এ শোভাযাত্রায় অংশ নেন। একই সময় কালিকাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়, সরকারি বালিকা বিদ্যালয়, এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়, কেজি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, রওশনারা মাধ্যমিক বালিকা বিদ্যালয় পৃথক পৃথক মঙ্গল শোভাযাত্রা করে।
বিডি প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৭/ফারজানা