এ বছরের বৈশাখী আনন্দের সব রঙ কৃষকদের উৎসর্গ করে সিলেটের বিশ্বনাথে বাংলা নববর্ষ উদযাপিত হচ্ছে। ‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ। কৃষক বাঁচাও দেশ বাঁচাও’ স্লোগানে শুক্রবার সকালে উপজেলা পরিষদ মাঠ থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করে নববর্ষ উদযাপন পরিষদ। শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্য কৃষক সেজে, কুলা, ছাতা, কলস ও রং-বেরংয়ের প্লাকার্ড ও ফেস্টুন নিয়ে শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ উৎসবের আমেজে মেতে উঠেন।
পরে উপজেলা মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী।
উদযাপন পরিষদের আহবায়ক আমীর আলীর সভাপপিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) আবদুল হক, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাবুল আখতার।
এর আগে সকাল ৯টায় জাতীয় সংগীতের মাধ্যমে বৈশাখী উৎসবের উদ্ভোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন।
এছাড়াও নববর্ষ উদযাপন পরিষদের সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী কর্মসূচী রয়েছে। সেই সাথে পরিষদ মাঠে বসেছে বৈশাখী মেলা।
বিডি-প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৭/মাহবুব