বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামে পালিত হচ্ছে বাংলা নববর্ষ। এ উপলক্ষে সকালে স্বাধীনতার বিজয় স্তম্ভ থেকে বের হওয়া মঙ্গলশোভা যাত্রা বের হয়। এতে নেতৃত্ব দেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন।
মঙ্গল শোভাযাত্রায় প্রেসক্লাব, প্রচ্ছদ কুড়িগ্রাম, উদীচী, কুসাক্রী সংসদ, জীবিকা, সলিডারিটিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনসহ শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার মানুষ অংশ নেন। সূর্যোদয়ের সাথে সাথে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে শুরু হয় বর্ষবরণে প্রভাতী অনুষ্ঠান।
মঙ্গল শোভাযাত্রা শেষে কুড়িগ্রাম পৌরসভায় পহেলা বৈশাখের পান্তা ইলিশ ভোজের আয়োজন করা হয়। এছাড়াও কুড়িগ্রাম পৌরসভায় আয়োজন করা হয়েছে মাসব্যাপী বৈশাখী মেলা।
বিডি-প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৭/মাহবুব