নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৪-কে বরণ করেছে জেলাবাসী।
বর্ষবরণ উপলক্ষে শুক্রবার সকাল আটটার দিকে নীলফামারী কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বৈশাখী চত্তরে থেকে জেলা প্রশাসনের উদ্যোগে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানেসর পাশাপাশি বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।
মঙ্গল শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে পুনরায় বৈশাখী চত্তরে এসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়। পরে সেখানে বাঙ্গালী খাবার পরিবশেন এবং গ্রামীণ মেলা ও শিশু আনন্দ মেলা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/ ১৪ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১