দিনাজপুরের হিলি সীমান্তে বাংলা নববর্ষ (পহেলা বৈশাখ) উপলক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
শুক্রবার সকাল ১০টার দিকে বিজিবির পক্ষ থেকে মিষ্টির ৬টি প্যাকেট নিয়ে যাওয়া হয় হিলি চেকপোস্টের শূন্য আঙিনায়। সেখানে কর্তব্যরত ভারতের হিলি বিএসএফের ক্যাম্পের দ্বিতীয় কর্মকর্তা ডিপি দত্তের হাতে তুলে দেওয়া এই ৬টি মিষ্টির প্যাকেট। এসময় উভয় বাহিনীর সদস্যরা সম্প্রীতি বিনিময়ের পাশাপাশি কোলাকুলিও করেন।
বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার মো. মাহাবুব হোসেন জানান, বাংলা নববর্ষ বাঙালীর সংস্কৃতি। এটা আমাদের প্রাণের সাথে এবং শেকড়ের সাথে গাঁথা। তাই নববর্ষের শুভেচ্ছা জানিয়ে উপহার স্বরূপ বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নামে এই মিষ্টি দেওয়া হলো।
এদিকে বিএসএফের ভারতের হিলি ক্যাম্প কমান্ডার ডিপি দত্ত জানান, সীমান্তে আমরা দুই বাহিনী একই লক্ষ্য নিয়ে কাজ করছি। কিন্তু আমরা বাঙালী। আমাদের মধ্যে এই সম্পর্ক ও সম্প্রীতি সব সময় থাকবে। আমাদের পক্ষ থেকে বিজিবিকেও শুভেচ্ছা জানাচ্ছি।
বিডি-প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৭/মাহবুব