বর্ণাঢ্য আয়োজন ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে লালমনিরহাটে বরণ করে নেওয়া হচ্ছে নতুন বছরকে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় লালমনিরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণ্যাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেখ রাসেল শিশু পার্কে গিয়ে শেষ হয়।
র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য সফুরা বেগম রুমি,জেলা প্রশাসক আবুল ফয়েজ আলাউদ্দিন খান, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ মতিয়ার রহমান,পুলিশ সুপার এস এম রশিদুল হকসহ জেলার শীর্ষ নেতৃবৃন্দ।
বাদ্যযন্ত্রের তালে তালে চলতে থাকে শোভাযাত্রা। ছিল পালকি, গরু ও ঘোড়ার গাড়ি। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেন। এ সময় তাদের হাতে শোভা পাচ্ছিলো হরেক রঙের মুখোশ ও প্রাণীর ছবি।
নববর্ষকে বরণ করতে জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে শিশু পার্কে বসেছিল এক মিলন মেলা। এদিকে চৈত্র সংক্রান্তির রাত থেকে শুরু হওয়া আল্পনা আঁকা শেষ হয়েছে পহেলা বৈশাখের ভোরে।
বিডি প্রতিদিন/ ১৪ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২