চাঁপাইনবাবগঞ্জে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৪ উদযাপিত হচ্ছে।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসান ও পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামের নেতৃত্বে কালেক্টরেট চত্তর থেকে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গল শোভাযাত্রা বের করে।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গ্রিণভিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া সাধারণ পাঠাগার নিজস্ব চত্তরে পান্তা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অপরদিকে শিবগঞ্জে হাতি ও ঘোড়া সহকারে মঙ্গল শোভাযাত্রা বের করে। উপজেলা প্রশাসন এই শোভাযাত্রার আয়োজন করে।
বিডি প্রতিদিন/ ১৪ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৩