অশুভ শক্তি প্রতিরোধ এবং প্রকৃতির প্রাণ সুন্দরবন রক্ষার দৃঢ় প্রত্যয় নিয়ে বাংলা ১৪২৪ বর্ষকে বরণ করলো যশোরবাসী। সকাল সাড়ে ৮টায় যশোর কালেক্টরেট চত্তর থেকে বের করা হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। হাজার হাজার নারী, পুরুষ, শিশু, কিশোর, যুবাদের বর্ণময় উপস্থিতিতে বর্ণিল হয়ে ওঠে শহরের রাজপথ।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা আবহমান বাংলার নানা চিত্র বিভিন্ন আঙ্গিকে ফুটিয়ে তোলেন। এরমধ্যে যেমন ছিল প্রকৃতির বন্দনা, তেমনি ছিল সুন্দরবনবিনাশী অপতৎপরতা রুখে দেয়ার প্রত্যয়।
মঙ্গলশোভাযাত্রা ছাড়াও সারাদিনজুড়ে শহরব্যাপী ছিল নানা অনুষ্ঠানমালা। ভোরে পৌর পার্কে উদীচী যশোর, নবকিশলয় মাঠে বিবর্তন যশোর ও সুরধুনী এবং টাউনহল মাঠে সুরবিতান সংগীত একাডেমি তাদের বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়া সপ্তসুর সরকারি সিটি কলেজ মাঠে, তির্যক যশোর মিউনিসিপ্যাল স্কুল মাঠে, শিল্পকলা অ্যাকাডেমি নিজস্ব কার্যালয়ে আয়োজন করে বর্ষবরণের অনুষ্ঠানমালা।
সকল অনাচার ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে অসাম্প্রদায়িক চেতনাসমৃদ্ধ মঙ্গলময় ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জয়গান ছিল এসব অনুষ্ঠানমালায়। প্রত্যেকটি অনুষ্ঠানে ছিলো হাজারো মানুষের সরব উপস্থিতি।
বিডি প্রতিদিন/ ১৪ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৪