নওগাঁ শহরের পার-নওগাঁ এলাকার ঢাকা বাসষ্ট্যান্ডে ২ হাজার পিস ইয়াবাসহ মীর আলাউদ্দিন (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
শুক্রবার দুপুরে তাকে আটক করা হয়। আটককৃত মীর আলাউদ্দিন বরিশাল জেলার কাউনিয়া উপজেলার চরআইচা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
এ বিষয়ে বিকাল সাড়ে ৩টায় নওগাঁ সদর থানার ওসি (ডিবি) জাকিরুল ইসলাম জানান, "জেলার বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মোসলেম উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আজ শুক্রবার দুপুরে ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় মাদকের লেনদেন হবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই সাজেদুল ইসলাম, এসআই রফিকুল ইসলাম ও এএসআই হারেজ শহরের পার-নওগাঁ এলাকার ঢাকা বাসস্ট্যান্ড হোটেল অবকাশের দক্ষিন পাশে লালন মোল্লার মুদি দোকানের সামনে মীর আলাউদ্দিন একটি ট্রাভেল ব্যাগ নিয়ে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হলে তার ব্যাগটি তল্লাশী করে দুই হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।"
তিনি আরো জানান, "এ বিষয়ে নওগাঁ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আর আসামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"
বিডি প্রতিদিন/ ১৪ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৬