সারাদেশে বৈশাখীর নানা উৎসব পালিত হলেও নেত্রকোনায় ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতি পুরণসহ হাওড়াঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে হাওড়াঞ্চল খালিয়াজুরীর সর্বস্তরের জনগন।
শুক্রবার বেলা ১২ টায় খালিয়াজুরী উপজেলা পরিষদ চত্বরে গবাদি পশু নিয়ে মানববন্ধন পালন করে তারা। এতে খালিয়াজুরী উপজেলা কমিউনিস্ট পার্টি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহন করে। মানববন্ধনে অসৎ ঠিকাদার ও পাউবোর কর্মকর্তাদের দৃষ্টান্ত মূলক শাস্থির দাবী জানান বক্তারা। দ্রুত সময়ের মধ্যে হাওড়াঞ্চলকে দূর্গত ঘোষনা করে পর্যাপ্ত ত্রান সহায়তার দাবী জানানো হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেত্রী হাওরাঞ্চলের সন্তান জলি তালুকদার মানববন্ধনে উপস্থিত থেকে বলেন, "ক্ষতিগ্রস্থদের জন্য পর্যাপ্ত পরিমান ত্রান বরাদ্দ দিতে হবে। সেইসাথে সেগুলো যেন ক্ষতিগ্রস্থরাই পায় সে বিষয়টিও নিশ্চিত করতে হবে। প্রতিটি বাজারে অসৎ ব্যবসায়ীরা চাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে। এগুলোকে অবশ্যই স্থানীয় প্রশাসনের নজরে নেয়া দরকার। সর্বপ্রথম বাঁধ নির্মানে দূর্নীতিবাজ ঠিকাদার ও পাউবোর কর্মকর্তা এবং পিআইসির দৃষ্টান্ত মূলক শাস্থি নিশ্চিত করা অতি জরুরী।"
উল্লেখ্য, পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারদের অবহেলায় বাঁধ নির্মানে বিলম্ব হওয়ায় গত পহেলা এপ্রিল রাতে পাহাড়ি ঢলে বাঁধ নির্মানের একদিন পরই চরহাইজদা জালালের কুড় পয়েন্ট ভেঙ্গে ডিঙ্গাপোতা হাওরে পানি প্রবেশ করে। পরবর্তীতে একে একে হাওরাঞ্চল খালিয়াজুরী মোহনগঞ্জের প্রায় ১৫টি বাঁধ ভেঙ্গে জেলার ৪৭ হাজার হেক্টর জমির কাঁচা ধান পানিতে তলিয়ে যায়।
বিডি প্রতিদিন/ ১৪ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৭