পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরশহরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে শহীদ মিনার চত্বরে পাঁচ দিন ব্যাপী বৈশাখী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযেদ্ধা আবদুল মোতালেব তালুকদার।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবি এম সাদিকুর রহমান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক মেয়র এস এম রাকিবুল আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মোস্তফা কামাল, কলাপাড়া থানার ওসি জি এম শাহনেওয়াজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পাঁচ দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আর্কষন ছিলো পুকুরে হাঁস ধরা। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। মেলার প্রথম দিনে হাজারো নারী, পুরুষ, কিশোর, কিশোরীদের ঢল নামে পৌর শহরের শহীদ মিনার চত্বর।
বৈশাখী মেলা উদ্যাপন কমিটির সূত্রে জানা গেছে, প্রতিদিন এ মেলা ২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে। এতে উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা অংশগ্রহন করবে। এছাড়া মেলা প্রাঙ্গনে একাধিক রকমারি স্টল বসেছে।
কলাপাড়া থানার ওসি জি এম শাহনেওয়াজ জানান, মেলায় দর্শনাথীদের নিরাপত্তার জন্য পুলিশের টহল অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/ ১৪ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৮