চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়ন সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে ৩ কেজি ১৮২ গ্রাম সোনার তিনটি বার সহ মোহাম্মদ বাবু (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
শুক্রবার সকাল ৯টার দিকে দামুড়হুদার পারকৃষ্ণপুর রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। আটক বাবু দামুড়হুদা উপজেলার ঝাঝাডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে।
চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) পরিচালক মোহাম্মদ আমির মজিদ জানান, "আটক মোহাম্মদ বাবু একটি মোটরসাইকেলে চড়ে সোনার বার পকেটে নিয়ে সীমান্ত এলাকার দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে তল্লাশি করা হয়। তার কাছে থাকা মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। আটক করা সোনার মূল্য এক কোটি ২১ লাখ ২৯ হাজার ২২৩ টাকা।"
বিডি প্রতিদিন/ ১৪ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৯