চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করা হয়েছে।
সকাল সাতটায় শহরের ভিজে স্কুল মাঠ থেকে জেলা প্রশাসন, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানদের সম্মিলিত এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
এছাড়াও মুকুল ফৌজ, আবৃত্তি পর্ষদ, সাহিত্য পরিষদ, অরিন্দম সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে।
বিডি প্রতিদিন/ ১৪ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১০