ময়মনসিংহের ফুলপুরে বিপুল উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হলো পহেলা বৈশাখ। বৈশাখের নানা পোশাকে সেজে ছোট, বড়, ছেলে, মেয়ে এমনকি এমপি, ইউএনও ও কলেজ অধ্যক্ষসহ বুড়োরাও মেতেছিলেন এই উৎসবে।
বাঙ্গালীর ঐতিহ্য মাথায় গামছা বেধে ও ঘোড়ায় চড়ে আনন্দ করেন অনেকে। ‘পহেলা বৈশাখ’ লেখা প্লেকার্ড কপালে বেঁধে বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন সর্বশ্রেণীর মানুষ। র্যালি শেষে এমপি শরীফ আহমেদ ফুলপুর উপজেলা জামে মসজিদের দ্বিতীয় তলা নির্মাণ কাজ ও উপজেলা কমপ্লেক্স নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।
এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন এমপি শরীফ আহমেদ, উপজেলা চেয়ারম্যান অ্যাড. আবুল বাসার আকন্দ, ইউএনও মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, মেয়র আমিনুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) সাখের হোসেন সিদ্দিকী, মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ হাকিম সরকার, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, ওসি আলী আহম্মেদ মোল্লা প্রমুখ।
এ উপলক্ষে উপজেলা প্রাঙ্গণে বসে বিশাল মেলা। মেলায় মুড়ি মুড়কি, বিন্নি ধানের খই, নানা রংয়ের বাতাসা, মাটি ও পাথরের তৈরি খেলনা ও খাবারের জিনিসপত্র ছিল চোখে পড়ার মত। রাস্তাঘাট ছিল বৈশাখী পোশাক পরিহিত কচি কাঁচার দখলে। সব মিলিয়ে ফুলপুরে পহেলা বৈশাখ দিবসটি ছিল আনন্দময়, উৎসবমুখর ও প্রাণবন্তকর।
বিডি প্রতিদিন/ ১৪ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১১