মাদারীপুর জেলার শিবচরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসতঘরসহ ১৩টি ঘর। এতে কমপক্ষে ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেন।
শুক্রবার দুপুরে উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামে দুর্ঘটনাটি ঘটেছে।
শিবচর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামে মো. কাদের শেখ ও চানমিয়া শেখ এর বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পরলে চানমিয় শেখের ৪টি, কাদের শেখের ৩টি, আজিজ শিকদারের ৩টি, খবির ঢালীর ১টি, হাবিব ঢালীর ১ ও আলমগীর ঢালীর ১টিসহ ১৩টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস মিলে দুপুরে আগুন নেভাতে সক্ষম হয়। তবে ততক্ষণে ঘরের সকল আসবাবপত্রসহ আনুষঙ্গিক জিনিসপত্র ভস্মীভূত হয়ে যায়।
শিবচর ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. সালাহউদ্দিন জানান, ‘খবর পেয়ে আমরা দ্রুত ছুটে যাই। তবে রাস্তা ভালো না থাকায় ঘটনাস্থালে পৌছাতে একটু দেরি হয়। প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এ ঘটনায় বসতঘরসহ মোট ১৩টি ঘর পুড়ে গেছে।’
বিডি প্রতিদিন/ ১৪ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১২